নাটকে নাটকে থিয়েটারের জন্মোৎসব

নাট্যমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মঞ্চায়নসহ নানা বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো শীর্ষস্থানীয় নাট্যদল বাংলাদেশ থিয়েটারের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি মূল মিলনায়তনে শুরু হয়েছে তিনদিনের উৎসব।

উৎসবে মঞ্চায়ন হবে আয়োজক নাট্যদলের দর্শকনন্দিত তিনটি নাটক। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দলের নিয়মিত প্রযোজনার একক নাটক ‘আমি’।

মাহবুব আলমের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা। একজন শিল্পীর বেড়ে উঠা এবং তার শিল্পী হওয়ার পথের নানা প্রতিবন্ধকতা নাটকটিতে তুলে ধরা হয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে একজন শিল্পী তার সংগ্রামী জীবনকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দিকবিদিক হারিয়ে এক সময় হাল ছেড়ে দেয়া সেই শিল্পী হতাশায় ভুগতে থাকে। এরপরে আবার নতুন উদ্যমে সংগ্রাম শুরু করে শিল্পী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।

এমন গল্প নিয়েই বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনি। নাটকটিতে অভিনয় করেছেন খন্দকার শাহ আলম। এর আগে বিকেলে জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় একই মিলনায়তনে মঞ্চায়ন হবে দলের নিয়মিত প্রযোজনার সফল নাটক ‘সী-মোরগ’। এর আগে সকালে দলের পক্ষ থেকে বের করা হবে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শনিবার শেষ হবে তিনদিনের এই উৎসব। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’। সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চায়নের আগে বিকেলে জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড।