দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য ও ঈদ সামগ্রী দিলেন ১৩শত অসহায় নারীকে

লুৎফর রহমান,গোয়ালন্দ উপজেলাঃ
গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় উওরণ ফাউন্ডেশনে উদ্যোগে মহামারী করোনা কালীন সময় ১৩শত অসহায় যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে। হাবিবুর রহমান বি পি এম (বার) ও পি পি এম ( বার) ডি আই জি ঢাকা রেঞ্জ ও চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন। সার্বিক তত্বাবধানে জনাব এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দু্ল্লাহ আল তায়াবীর এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ২২ এপ্রিল দুপুরে ১৩ শত অসহায় যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে জন প্রতি পোলার চাউল ১কেজি, সয়াবিন তেল ১কেজি, ডাউল ৫০০গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১প্যাকেট, দুধ ১প্যাকেট, বিস্কুট ১প্যাকেট, খেজুর ৫০০গ্রাম, আলু ১কেজি, পেঁয়াজ ১কেজি, ছোলা ১কেজি, ও ১টি সাবান বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার রাজবাড়ী। সালাউদ্দিন আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রাজবাড়ী। মোহাম্মদ আব্দু্ল্লাহ আল তায়াবীর (ওসি) গোয়ালন্দ ঘাট থানা। ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ।