জগন্নাথপুরে মানববন্ধন

সুনামগঞ্জ,জগন্নাথপুরঃ
প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, তার নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জগন্নাথপুর  সর্বস্ততের সাংবাদিকরা। আজ ২ টায়   সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে  এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে  জগন্নাথপুর  প্রেস ক্লাবের সভাপতিত্বে জহিরুল ইসলাম লাল মিয়া । সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য  রাখেন  সাংবাদিক গোলাম সারোয়ার। আবদুল ওয়াহিদ। দুলাল মিয়া। হুমায়ুন আহমেদ। ফিজুর রহমান তালুকদার জিয়া। আমিনুর রহমান। জিল্লু আলী খান।
 

সহ সাংবাদিক  ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল রিাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে।প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আবারও সেই কালো ইনের শিকার। শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি ৬ ঘন্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবিলম্বে রোজিনার মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।