ভৈরবে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভৈরবে মিলের গাছ থেকে রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ভৈরব পৌরসভার বঙ্গবন্ধু সড়কে প্রতিষ্ঠিত মজিবুর রহমান রি-রোলিং মিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত সজিব মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর নোয়াপাড়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে এবং মজিবুর রহমান রি-রোলিং মিলের শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ডিউটি শেষে সজিব মিয়া মিলের ভেতরের একটি গাছ থেকে আম পাড়তে গাছটিতে ওঠে। রড দিয়ে আম পাড়ার সময় বিদ্যুতের তারের সাথে লোহার রডটি জড়িয়ে গেলে সজিব বিদ্যুৎতায়িত হয়ে গাছে ঝুলে থাকে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের লোকজন গাছে ঝুলে থাকা সজিবের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।