বাকেরগঞ্জে দূর্ণীতির তদন্ত থেকে রক্ষা পেতে তড়িঘরি করে এলজিএসপির রাস্তার কাজ করাচ্ছেন চেয়ারম্যান মুন্না

দানিসুর রহমান লিমন,বাকেরগঞ্জ প্রতিনিধি:

বাকেরগঞ্জে দূর্ণীতির তদন্ত থেকে রক্ষা পেতে তড়িঘরি করে এলজিএসপির রাস্তার কাজ শুরু করেছেন কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার।

কর্তৃপক্ষ কাজ না করেই তার অর্থ আত্নসাতের তদন্ত সরেজমিনে করার জন্য চিঠি দিলে তিনি আজ বৃহস্পতিবার সকালে মাত্র দুই জন শ্রমিক দিয়ে উক্ত প্রকল্পের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। সরেজমিনে পরিদর্শণ করে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার স্থানীয় সরকার বিভাগের লোকাল গর্ভণ্যান্স প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর ২০১৬-২০১৭ অর্থ বছরের ২ লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরের ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ২০১৯-২০২০ অর্থ বছরের ৩ লক্ষ টাকার ৩ টি স্কিম পূর্বের করা প্রকল্পের উপর দেখিয়ে কাজ না করেই তিনি মোট ৬ লক্ষ ২০ হাজার টাকা আত্নসাত করেছেন। কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের হাফেজ খান, দক্ষিণ সাদিশ গ্রামের অদুদ খন্দকার ও ক্ষুদ্রকাঠী গ্রামের নূর হোসেন খান এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও এলজিএসপি প্রকল্প পরিচালকের নিকট তদন্ত করে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দেয়।

তাদের অভিযোগ আমলে নিয়ে উক্ত প্রকল্পের পরিচালক সরেজমিনে তদন্ত করার জন্য আগামী ৭ মার্চ তারিখ নির্ধারন করে বরিশাল বিভাগের স্থানীয় সরকার বিভাগের একজন উপ-পরিচালককে এলজিএসপির ৩টি স্কিমের তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় তদন্ত কর্মকর্তা ওই উপ-পরিচালকের পক্ষে বুধবার আবেদনকারীদের ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদারকে লিখিত নোটিশ দেয়।

ইউপি চেয়ারম্যান মুন্না উক্ত প্রকল্পের দূর্ণীতি থেকে বাঁচতে আজ বৃহস্পতিবার তড়িঘরি করে ২০১৮-২০১৯ সালের ৩ লক্ষ টাকার এলজিএসপি প্রকল্পের কাজ কলসকাঠী বাগদিয়া মনির শরীফের বাড়ি হইতে ক্ষুদ্রকাঠী তালুকদার বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসিকরণ কাজ শুরু করেন।

এ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ওই রাস্তার কাজের ছবি তুলতে গেলে তাদের সাথে অসদাচরণ ও দেখে নেয়ার হুমকি দেন চেয়ারম্যান মুন্না তালুকদার। অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে চেয়ারম্যান মুন্না তালুকদার বলেন, তার কলসকাঠী ইউনিয়নে কাউকে ডুকতে হলে তার অনুমতি নিতে হবে। তদন্তের নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তিনি বলেন, তার যখন খুশি কাজ করবেন এতে কার কি। সব কিছুই তিনি বুজবেন।