ক্রিকেটে ফিরতে চান সালমান বাট

অনলাইন ডেস্কঃ

ফিক্সিং কাণ্ডে দশ বছরের নির্বাসন কাটিয়ে ফের ক্রিকেটে ফিরতে চান পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান সালমান বাট। তবে এবার ম্যাচ রেফারি হিসেবে ফিরতে চান তিনি। 

আম্পায়ার ও ম্যাচ রেফারি যারা হতে চান, তাদের জন্য অনলাইনে শেখানোর ব্যবস্থা করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেখানে অংশ নেবেন বাট। তিনি ছাড়াও আরও ৪৮ জন প্রাক্তন ক্রিকেটার এতে অংশ নিচ্ছেন। প্রাক্তন ক্রিকেটারদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রাক্তন পেসার আব্দুল রাউফ, প্রাক্তন অলরাউন্ডার বিলাল আসিফও এই প্রশিক্ষণ নেবেন বলে জানা গেছে।

আম্পায়ারদের ক্রিকেটের বিভিন্ন নিয়ম ও আইনগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে এখানে। এরপর লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হলে ক্লাব ক্রিকেট ও স্কুল ক্রিকেটে ম্যাচ পরিচালনা করার সুযোগ পাবে তারা।