বাকেরগঞ্জে মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

দানিসুর রহমান লিমন,বাকেরগঞ্জঃ
বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ আলাউদ্দিন মিলন জিরো টলারেন্সে রয়েছেন। মাদক নির্মূল অভিযানে তার নির্দেশে পুলিশের একটি টিম আড়াইবেকি গ্রামের আলমগীর খন্দকারের বাড়ির সামনের রাস্তা থেকে মোঃ সহিদ খন্দকার ওরফে সৈকত (১৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। শুক্রবার ১১জুন সকাল ৯.৪৫ টার সময় থানার এস আই তরুন, এস আই শহিদুল ইসলাম, এস আই আমিনুল ইসলাম, এএসআই ফারুক, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সহিদ খন্দকার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকি গ্রামের মতিন খন্দকারের পুত্র।

উল্লেখ্য, বাকেরগঞ্জ থানা পুলিশ গত ১৭দিনে ৫টি মাদক বিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করেছে। 

ওসি মোঃ আলাউদ্দিন মিলন  বলেন, গাঁজা উদ্ধার ও আটকের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। বাকেরগঞ্জ থানায় মাদকের অভিযান চলমান থাকবে। মাদক মুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়তে মাদক বিরোধী অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবেনা।