কবি ফররুখ আহমেদের বাড়ি রক্ষার দাবি

অনলাইন ডেস্কঃ

কবি ফররুখ আহমেদের পৈতৃক বাড়ির ওপর দিয়ে সরকারি প্রকল্পের রেল লাইন তৈরির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে জাতীয় স্মরণ মঞ্চ। বলা হয়েছে, কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি রক্ষার পাশাপাশি সেটিকে সংস্কার করেদিতে হবে।  কবির ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জাতীয় স্মরণ মঞ্চের আহ্বায়ক আ হ ম মনিরুজ্জমান দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন, কবিপুত্র ওহিদুজ্জামান, সাংবাদিক নেতা আমিনুল ইসলাম কাগজী প্রমুখ।

ড. আনোয়ারউল্লাহ চেধুরী বলেন, কবি ফররুখ আহমেদ জাতীয় সম্পদ। তার স্মৃতি ধরে রাখা জাতি হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। সরকার নিশ্চয়ই সেটি বুঝবে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কবি ফররুখ আহমেদের মতো কবিকে জাতীয় মর্যাদা দিয়ে তার গ্রামের বাড়ি রক্ষা করা জরুরি। কবি আবদুল হাই শিকদার বলেন,জাগরণের কবি ছিলেন তিনি ।