লক্ষ্মীপুর-২আসনে আজ উপনির্বাচন

আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ

আজ সোমবার (২১ জুন) লক্ষ্মীপুর-২ (রায়পুর -সদরের একাংশ) আসনে জাতীয় সংসদ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুয়েতের আদালতে কাজী শহিদ ইসলাম পাপুল দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়।

এ আসনে আজ অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির প্রার্থী শেখ ফায়িজ উল্যাহ শিপন।

১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯২৩ জন। কেন্দ্র রয়েছে ১৩৬টি এবং ভোটকক্ষ ৯৭৯টি। এ আসনের নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রের পাহারায় ১৭ থেকে ১৮ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন মোতায়েন থাকছেন। আইনশৃঙ্খলা রক্ষায় এই আসনে পুলিশের ২০টি মোবাইল ও ১০টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ১০টি টিম ও বিজিবির ১০ প্লাটুন সদস্য মাঠে রয়েছেন। এছাড়া ২২ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ আসনে ভোটগ্রহণ হচ্ছে। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম লক্ষ্মীপুরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।