পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌ-রু‌টে ফেরি চলাচল স্বাভা‌বিক

রাজবাড়ী প্রতি‌নি‌ধিঃ

রাজবাড়ীর দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌ-রু‌টে ফে‌রি চলাচল স্বাভা‌বিক আছে । এ রু‌টে বর্তমা‌নে পণ্যবাহী প‌রিবহণ, অ‌্যাম্বু‌লেন্স ও ব্যক্তিগত গাড়ী পারাপা‌রের জন্য ১৩‌টি ফে‌রি চালু রে‌খে‌ছে বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌ প‌রিবহন কর্তৃপক্ষ। 

ত‌বে ফে‌রিঘা‌টে পণ্যবাহী প‌রিবহ‌নের চাপ থাক‌লেও যাত্রীর চাপ তেমন নেই। দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে ছোট ছোট গা‌ড়ি‌তে ফে‌রিঘা‌টে আস‌ছেন যাত্রীরা। প্রতি‌টি ফে‌রি‌তে শতা‌ধিক যাত্রী নি‌য়ে ঘাট ছাড়‌ছে ফে‌রিগু‌লো। ফে‌রিঘা‌টে আসার ক্ষে‌ত্রে ঢাকা-খুলনা মহাসড়‌কে কোন স্থা‌নে কোন বাঁধার সম্মুখীন হ‌তে হয়‌নি ব‌লে জানায় ফে‌রিঘা‌টে আসা ঢাকামুখী যাত্রীরা। 

বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌ প‌রিবহণ কর‌পো‌রেশন (‌বিআইড‌ব্লিউ‌টি‌সির) উপ-মহাব্যবস্থাপক মো. ফি‌রোজ শেখ ব‌লেন, 'বর্তমা‌নে পণ্যবাহী যানবাহন ও অ‌্যাম্বু‌লেন্স পারাপা‌রের জন্য ১৩‌টি ফে‌রি চলাচল কর‌ছে।