মানিকগঞ্জে পানির দামে বিক্রি হচ্ছে দুধ, বিপাকে খামারীরা ।

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

লকডাউনের কারণে ঢাকার বাজারগুলোতে দুধের চাহিদা না থাকায় বিপাকে পড়েছেন মানিকগঞ্জের দুগ্ধ উৎপাদনকারী খামারগুল । শহর ও পার্শ্ববর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে দুধ বিক্রি হলেও দূর্গম অঞ্চলের বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা। প্রচুর দুধের যোগান থাকলেও ক্রেতার অভাবে প্রায় পানির দরেই বিক্রি হচ্ছে দুধ।

বিশেষ করে ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার দুর্গম এলাকার বাজারগুলিতে দুধের দাম একবারেই কম। জেলার বিভিন্ন বাজার থেকে দুধ সংগ্রহ করে বেপারীরা দুধ ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। কিন্তু করোনার কারণে যানবাহনসহ বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সামাজিক অনুষ্ঠানসহ সকল কর্মকান্ড। ফলে বাধ্য হয়েই কম দামে দুধ বেচতে হচ্ছে।  দৌলতপুরের সোমেজ বলেন, আমি দুধ বিক্রি করে সংসার চালাই কিন্তু এখন দুধের যে দাম তাতে গরুর খাবারের খরচও উঠে না।

এদিকে, প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে জেলায় ১ হাজার ১শ' টি গাভীর খামার রয়েছে। গত অর্থ বছরে ১৫ কোটি ৭০ লক্ষ লিটার দুধ উৎপাদিত হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ১২ কোটি ৭০ লক্ষ লিটার এবং ৩ কোটি ৭৭ লক্ষ লিটার দুধ মানিকগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়।