আগৈলঝাড়ায় করোনা উপসর্গে মৃত্যু ছেলের , শোকে চলে গেল মাও

নিজস্ব ডেস্কঃ

বরিশাল আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবরের দুই ঘন্টা পরে শোকে মারা গেল গর্ভধারীনি মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মল্লিক বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) প্রণঘাতী করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত বারোটায় মারা যায়। প্রতিবন্ধী ছেলে মিজানের লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তাঁর মা সুফিয়া বেগম (৫৫) রাত দু’টায় মারা যান। সুফিয়া বেগমও করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন।

মৃতদের স্বজন নান্না মল্লিক বরিশালটাইমসকে জানান, তাদের পরিবারের সবাই গত কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তাঁর মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার বাদ যোহর সেরাল গ্রামের নিজ বাড়িতে মা ছেলেরর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।