বাকেরগঞ্জ পায়রা সেতু প্রধান মন্ত্রীর উদ্ভাবনের পূর্বেই গাড়ি নিয়ে ফেসবুক লাইভে পারাপার হলেন জেলা যুবদল নেতা রুবেল

নজরুল ইসালাম আলীম,বাকেরগঞ্জঃ
অভিযোগ সূত্রে জানাযায় দক্ষিণ অঞ্চলের বহুল প্রত্যাশিত দৃষ্টিনন্দন সেতু  লেবুখালী পায়রা সেতু।আর এ সেতু হলো গোটা দক্ষিণ অঞ্চলবাসীর ভাগ্যের উন্নয়নের সেতু। মাননীয় প্রধানমন্ত্রীর ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার নির্বাচনী ইশতিহারে ঘোষণা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ  ক্ষমতায় গেলে  এই লেবুখালীর পায়রা নদীতে নির্মিত হবে  দক্ষিণ অঞ্চল বাসির একটি দৃষ্টিনন্দন  সেতু। কিন্তু বিষয়টি অন্যভাবে খতিয়ে দেখলে দেখা যায় যে, "আওয়ামী লীগের রাজ্যে বিএনপি রাজত্ব" এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা যুবদলের  আহবায়ক কমিটির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলার  ১১ নং ভরপাশা  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দাদুরহাট নিবাসী  নুর ইসলাম সিকদার এর পুত্র  অহিদুল ইসলাম রুবেল সিকদার গত ১৩ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর সেতুটি উদ্বোধন করার পূর্বেই তার  Ahidul Islam Rubel
 https://m.facebook.com/story.phpstory_fbid=546575489908202&id=1235784992 
ফেসবুক আইডি থেকে  তার ব্যক্তিগত  গাড়ি নিয়ে  লাইভ দেখিয়ে  সেতুটি পারাপার হন। এ নিয়ে এলাকায়  একটি চাঞ্চল্যকর  রহস্যের জন্ম দেয়।উক্ত বিষয়ে ক্ষুব্দ  হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ।তাদের মধ্যে প্রশ্ন উক্ত সেতুটি  যদিও মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনের কথা কিন্তু সেখানে একজন যুবদল নেতা হিসেবে  কিভাবে   তার ব্যক্তিগত গাড়ি নিয়ে ফেসবুক লাইভ দেখিয়ে সেতুটি পারাপার হন।সূত্র আরও জানায়  এই যুবদল ক্যাডার  রুবেলের বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ । তিনি একজন  বরিশাল জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হয়েও  উক্ত সেতুর প্রকল্প দিয়ে  কোটি কোটি টাকার  দুর্নীতি ও লোপাট করেন। তাই এ স্থানীয় আওয়ামী লীগসহ  এলাকাবাসী  উক্ত বিষয়ে যথার্থ কর্তৃপক্ষ সহ  মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।