বরিশালে মানববন্ধন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে

বরিশাল প্রতিনিধিঃ

কওমী মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে করোনার খোড়া অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক এবং অমানবিক।

মহামারীর মধ্যে অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিল্প প্রতিষ্ঠান ও গণপরিবহন সবই চলছে। অথচ বন্ধ রাখা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তিনি অবিলম্বে কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।  

মহানগর ইসলামী আন্দোলনের সিনিয়র সহসভাপতি সৈয়দ নাসির আহমেদ কাওছারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বাজার রোড খাঁজা মইনুদ্দিন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা গোলাম মোস্তফা, বায়তুল মোকররম মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা আবুল খায়ের আশ্রাফি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নূরী, ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।

মানববন্ধনে নগরীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।