সাংবাদিক রাব্বী’র জন্মবার্ষিকী আজ

বিএনএসঃ
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বাকেরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিকতার ভুবনে তরুণ বিপ্লবীদের একজন সাংবাদিক মোঃ রাব্বী মোল্লা । ছবি আঁকা, কবিতা, অভিনয়, উপাস্থাপনাসহ সব কিছুতেই রয়েছে প্রতিভার ছাঁয়া তার ।

আজ তার (২৬তম জন্মবার্ষিকী) ১৯৯৫ সালের ২৫শে আগস্ট বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামে ঐতিহ্যবাহী মোল্লা বাড়িতে তিনি জন্মগ্রহন করেন। পিতা মোঃ জাকির হোসেন মোল্লা এবং মাতা মোসাঃ রুবিনা বেগমের সংসারে চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড় । গ্রামের মক্তব তথা পাঠশালায়শিক্ষা জীবনেরহাতেখড়ি তারই ধারাবাহিকতায় স্কুল  জীবন শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি শেষ করে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা করেন । এছারাও তিনি রিপোর্টিং এর উপরে প্রশিক্ষন গ্রহন করেছেন এবং সাংবাদিক পেশা বেছে নিয়েছেন ছাত্র জীবন থেকেই বিভিন্ন ধরনের লেখা লিখি করে সকলের প্রিয় হয়েছিলেন তিনি। 

তার সাংবাদিক পেশা ২০১২ সালে জাতীয় সাপ্তাহিক ক্রইম ডায়রি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন, এরপর সতমল , দৈনিক অপরাধ দমন, ভয়েস আফ ইনসাফ .কমসহ বেশ কয়েকটি অফলাইন এবং অনলাইন গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ।এছাড়াও তিনি টেলিভিশন মিডিয়াতে গল্প, কবিতা ও সৃজনশীল লেখালেখির সাথে যুক্ত আছেন তিনি। 

তার সাংবাদিকতা জীবনের গুরু জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট প্রবিন সাংবাদিক ও কলামিস্ট মুহম্মাদ আলতাফ হোসেন । দীর্ঘ ৯ বছর ধরে চলছে তার প্রচার প্রচারনা। ফেইজবুকে ইউটিউবে  তুমল জনপ্রিয়  রাব্বী মোল্লা । নিজের জীবন থেকে শেখা আত্ম শক্তিতে প্রচলিত, নিয়ম নীতি, সমাজ ব্যাবস্থা, সংস্কার, কুসংস্কার ত্যাগ করে এগিয়ে চলছেন মানুষের কল্যানে সর্বদা। আমরা তার জন্মবার্ষিকীতে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগামী দিনগুলো হোক মসৃন ও আনন্দময়।মহন আল্লাহ্ আপনাকে সুস্থ ও ভালো রাখেন এই প্রত্যাশা করি জীবন সংগ্রামে তার সৃষ্টির মাঝে বেঁচে থাকুক হাজার বছর ।