চাঁপাইনবাবগঞ্জে উভয় লিঙ্গের জন্ম নেয়া শিশুটি আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ছেলে ও মেয়ের উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেয়া শিশুটি আর নেই ।  শুক্রবার রাত ১০টার দিকে শিশুর জন্ম হয় জেলার গোমস্তাপুর উপজেলার একটি ক্লিনিকে। তবে মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা খুবই বিরল। 

জানা গেছে, গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের ভ্যানচালক নাসির হোসেনের স্ত্রী জিন্নাতুন খাতুন প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানন্দা ক্লিনিকে ভর্তি হন। পরে সিজার করা হয়। এসময় দেখা যায় ছেলে ও মেয়ের উভয় লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে শিশুটি। শুধু তাই নয় শিশুটির মাথার অর্ধেক অংশ নেই, এমনকি মগজও রয়েছে পৃথকভাবে একটি থলিতে। সিজারে অংশ নেয়া নার্স ফাতেমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন ।

এদিকে, আজ শনিবার বেলা ১১টার দিকে শিশুটি মারা গেছে বলে জানা গেছে। এবিষয়ে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বানী বলেন, এমন ঘটনা খুবই বিরল। উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একেবারেই অদ্ভুত।