ঝালকাঠি সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

দীর্ঘ দেড় বছর পর সারাদেশে স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্কুল কলেজের মতো স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠি সরকারি কলেজে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

এদিন সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে মনিটরিং করছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সময় মাস্কপরা, হাতধোয়াসহ সামাজিক দূরত্ব মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করার বিষয়টি সরাসরি শিক্ষকরাই তদারকি করছেন। এছাড়া শ্রেণিকক্ষে সরকারি ঘোষণা অনুসারে শিক্ষার্থীদের বসানো হয়েছে।

এদিকে, ক্লাসের শুরুতেই মহামারি করোনাভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ ভাইরাস থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন পর কলেজ খুললেও উপস্থিতি ভালো বলে জানালেন কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান শুরু করেছি। দীর্ঘদিন পর কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

এছাড়াও শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে যেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সেটি নিশ্চিতে আমরা তদারকি করছি।