Catagory

Thursday, July 10, 2025

ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত

Date:

স্টাফ রিপোর্টার:

শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আহত করেছেন। সোমবার (৭ এপ্রিল) উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামিদা খাতুন উত্তর ভারুয়া গ্রামের মৃত জায়ের উদ্দিনের ছেলে আলিমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে আলিম জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের হামেদ আলীর কন্যা হামিদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সংসারের অভাব-অনটন দূর করতে হামিদা তার পিতার বাড়ি থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র এনে দেন। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে স্বামী আলিম, ভাশুর ইসলাম এবং তার স্ত্রী রেহেনা হামিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

সোমবার দুপুরে যৌতুক হিসেবে ১ লাখ টাকা আনার দাবিতে হামিদার ওপর বেধরক মারপিট করেন আলিম, ইসলাম ও রেহেনা। পরে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। রাতের দিকে ঘরের তালা খোলা হলে হামিদা কৌশলে পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হামিদাকে তার দুই বছর বয়সী শিশু সন্তানসহ মহারশি নদীর ব্রিজের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হামিদা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে হামিদা খাতুন বাদী হয়ে স্বামী আলিম, ভাশুর ইসলাম এবং ভাশুরের স্ত্রী রেহেনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সংবাদকর্মীদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান-মনজুর হোসেন

বিএনএসঃ সাংবাদিকতা পেশাকে বিশ্বাসযোগ্য ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংবাদকর্মীদের নিরপেক্ষতা...

E-Paper

জেএসএস’র ঈদ পুনর্মিলনীতে অংশ নেবেন মুহম্মদ মনজুর হোসেন

মোঃআনজার শাহ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ আলতাফ...

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ০১ জুলাই ২০২৫ (মঙ্গলবার)...