বিএনএস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
আজ বৃহস্পতিবার, ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা এই সমর্থনের কথা জানান। আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বিষয়ক নানা বিষয় উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।
প্রতিনিধি দলটি বাংলাদেশের ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানায় এবং এই সংকট সমাধানে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বকে প্রশংসিত করে। মিয়ানমারের রাখাইন অঞ্চলে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়াকেও তারা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের সুদৃঢ়তার কথা তুলে ধরেন এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্কে ৯০ দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।