বিএনএসঃ
বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সটি একযোগে ১৬টি জেলার ১৬টি উপজেলায় শুরু হয়। সিলেট থেকে অনলাইনে যুক্ত হয়ে কোর্সটি উদ্বোধন করেন এনআইএলজি মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি অনুষদ সদস্য মো. মতিউর রহমান। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আসমা আক্তার মারিয়া এবং সঞ্চালনায় ছিলেন কোর্স কো-অর্ডিনেটর বদরুল আমিন খান।
বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদের মোট ৪০ জন গ্রাম পুলিশ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সকালে পিটি ও প্যারেড এবং দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং সেশনে অংশ নেবেন। সেশনগুলো পরিচালনা করবেন উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ।