বিএনএস-এর নতুন সম্পাদক মোঃ আলমগীর গনি
প্রয়াত প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্বপ্নের প্রতিষ্ঠান এগিয়ে চলেছে নতুন নেতৃত্বে।
বিএনএসঃ
বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস)-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ আলমগীর গনি। আজ বুধবার সন্ধ্যায় বিএনএস-এর বর্তমান চেয়ারম্যান ও প্রয়াত প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের কনিষ্ঠ পুত্র মুহাম্মদ মনজুর হোসেন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রবীণ সাংবাদিক ও বিএনএস-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের স্বপ্নের এই প্রতিষ্ঠানটি ১৯৯২ সাল থেকে দেশপ্রেম, নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষকে মূলনীতি করে সংবাদ পরিবেশন করে আসছে। দেশের অন্যতম পুরনো বার্তা সংস্থা হিসেবে বিএনএস তার অনলাইন সংস্করণেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে।
নবনিযুক্ত সম্পাদক মোঃ আলমগীর গনি দীর্ঘদিন ধরে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে এসেছেন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি সাংবাদিক সমাজে সুপরিচিত। বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাংবাদিক সংগঠনগুলোর একটি ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা এবং নীতি নির্ধারক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনএস আশা করছে, মোঃ আলমগীর গনির অভিজ্ঞতা ও নেতৃত্বে সংস্থাটি আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতাও কামনা করা হয়েছে।